ঈদে বাড়ি ফেরা নিশ্চিত করতে শনিবার ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এসময় ভোলা-লক্ষ্মীপুর ফেরি ও নৌ-পথের উন্নয়নের ১১ দফা দাবিতে ইলিশা ফেরিঘাটে মানববন্ধন ও সমাবেশ শেষে নৌ-মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন ফেরি বাস্তবায়ন ও ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির নেতারা। দাবির পরিপ্রেক্ষিতে নৌমন্ত্রী বলেন, বেসরকারি লঞ্চ মালিকদের রোটেশন প্রথা বাতিল করতে জনগণকে সোচ্চার হতে হবে। ২০ বছরে যে কাজ হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নৌ-পথে সেই সফলতা এনেছেন। এবার নিজেদের তৈরি দুটি রকেট স্টিমার ঈদের আগে নামছে। একই সঙ্গে ট্রার্মিনাল স্থাপন ও ঈদে ভোলা-ঢাকা রুটে স্পেশাল রকেট সার্ভিস দেয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মানববন্ধন শেষে সমাবেশে ১১ দফা বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন ফেরি বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক আবু তাহের, ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক অমিতাভ অপু, সাংবাদিক শাহাদাত হোসেন শাহীন, স্থানীয় আ. লীগ সম্পাদক আব্দুল মন্নানসহ গণমাধ্যম কর্মী ও স্থানীয়রা। অমিতাভ অপু/এসএস/আরআইপি
Advertisement