জাতীয়

ফাঁকা রাজধানীতে সমন্বিতভাবে নিরাপত্তা দেবে ডিএমপি

এবারের ঈদের প্রায় এক কোটি লোক ঢাকা ছাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই সুযোগে ফাঁকা রাজধানীতে যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মহানগর গোয়েন্দার (ডিবি) যুগ্ম কমিশনার ও ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম। তিনি বলেন,  ঈদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে পুলিশ। এ লক্ষ্যে এলাকাভিত্তিক আলাদা আলাদা নিরাপত্তা কৌশল গ্রহণ করা হবে। এলাকাভিত্তিক নিরাপত্তাকর্মীদের সঙ্গেও সমন্বয় করে পুলিশ ফাঁড়ি, থানা, পুলিশ বক্সগুলো নিরাপত্তা প্রদানের কাজ করবে। তিনি আরো বলেন, বাসাবাড়ি, এপার্টমেন্টে ও বিশেষ স্থাপনাগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরা ঈদ উপলক্ষে পরীক্ষা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সিসিটিভি ক্যামেরা সংস্কার করার নির্দেশ দেবে পুলিশ।এআর/এসকেডি/আরআইপি

Advertisement