মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। এজন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী ও বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। শনিবার সকালে খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৫ পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। বেকার সমস্যা সমাধান, মৌলিক চাহিদা পূরণসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ রাখতে জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রাখতে হবে। দুর্যোগের সময় নারী ও শিশুদের নিরাপত্তা এবং তাদের স্বাস্থ্য সেবার দিকে বিশেষ নজর দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, খুলনা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মো. ইসহাক আলী এবং সিভিল সার্জন ডা. মো. ইয়াছিন আলী সরদার। এতে সভাপতিত্ব করেন খুলনা পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক মো. রবিউল হক। আলোচনা শেষে প্রতিমন্ত্রী পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। এর আগে খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের নেতৃত্বে নিউমার্কেট হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। দুপুরে প্রতিমন্ত্রী ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন।আলমগীর হান্নান/এসএস/এমএস
Advertisement