বিনোদন

প্রকাশ হলো এফ এ সুমনের মন মাঝিরে

প্রকাশ হলো এফ এ সুমনের মন মাঝিরে

এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন। সম্প্রতি তিনি নতুন গান নিয়ে হাজির হলেন। গানের শিরোনাম ‘মন মাঝিরে’। গানটি প্রকাশ করেছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) এর ব্যানারে। সোহাগ ওয়াজিউল্লাহর কথায় গানটির সুর ও সংগীত করেছেন সুমন নিজেই।

Advertisement

‘মন মাঝিরে বেঁচেতো আছিরে/ শুধু তোরই কারনে’ এমন কথার গানটির ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। রাজধানীর কোক স্টুডিওতে সেট ফেলে অনেকটা ভিন্ন আঙ্গিকেই নির্মান করা হয়েছে গানটির ভিডিও।

এ প্রসঙ্গে এফ এ সুমন বলেন, সময় নিয়ে এই গানটি করেছি। আমি যে স্টাইলে কাজ করি এটি তেমনই একটি গান। তবে কথা, সুর ও সংগীতের দিক দিয়ে ভিন্নতা তৈরির চেষ্টা করেছি। আর ভিডিওতে আমার অনবদ্য উপস্থিতি ভক্তদের জন্য চমক হিসেবেই থাকবে। আশা করছি গানটির অডিও এবং ভিডিও শ্রোতাদের ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি পাওয়া যাবে রবি ইয়ন্ডার মিউজিক, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইব এ। এফ এ সুমন ব্যস্ত স্টেজ শো নিয়ে। আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বাহরাইনে গাইবেন তিনি। গেল বিজয় দিবস উপলক্ষে ‘আমার দেশ’ শিরোনামের একটি দেশের গান গেয়েছেন তিনি।

Advertisement

এনই/এমএস