সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের কোন অবস্থাতেই দুর্ভোগ হতে দেয়া যাবে না। এ পণ নিয়েই আমরা রাস্তায় নেমেছি। শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, সারা দেশের সড়ক মহাসড়কগুলোর অবস্থা ভাল। যে কোনো মূল্যে মানুষের বাড়ি যাওয়া এবং বাড়ি থেকে ফিরে আসা নিশ্চিত করতে হবে। তাদের যাতায়াত স্বস্তিদায়ক করতে হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রকৌশলী, ঠিকাদারসহ সংশ্লিষ্ট সবাই এখন রাস্তায় আছে।মহাসড়ক পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব উদ্দিন খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী পরিচালক মো. সবুজ উদ্দিন খান প্রমুখ।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ হোসেনের মন্ত্রী সভা থেকে বাদ পড়া প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কাকে মন্ত্রী সভায় রাখা হবে আর কাকে বাদ দেয়া হবে তার একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রীর। মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি
Advertisement