জোকস

আজকের জোকস : কাজের চাপে মস্তিষ্ক বিকৃতি

কাজের চাপে মস্তিষ্ক বিকৃতিঅপু এবং নাছের একই অফিসে চাকরি করে-অপু : দোস্ত, কতদিন ধরে ছুটি পাই না। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবেন না।নাছের : হুম। আমিও হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারব, দেখবি?

Advertisement

বলেই নাছের টেবিলের ওপর উঠে দাঁড়াল এবং ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করল। কিছুক্ষণ পর বস এলেন-বস : এ কী নাছের! তুমি ঝুলে আছ কেন?নাছের : স্যার, আমি লাইট। তাই ঝুলে আছি।বস : অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও।

নাছের অপুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বিদায় নিল। অপু চেয়ে চেয়ে দেখল। নাছের বেরিয়ে যেতেই সেও নাছেরের পিছু নিল-বস : সে কী! ছুটি তো ওকে দিয়েছি! তুমি কোথায় যাচ্ছ?অপু : কী আশ্চর্য! লাইট ছাড়া কাজ করব কী করে?

> আরও পড়ুন- আজকের জোকস : তরুণীর কথা শুনে হেঁচকি বন্ধ 

Advertisement

****

ফিতা দিয়ে মেপে রেখেছিলামউকিল : দুর্ঘটনার সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন?প্রত্যক্ষদর্শী : হ্যাঁ।উকিল : দুর্ঘটনাস্থল থেকে আপনি ঠিক কতটুকু দূরে ছিলেন?প্রত্যক্ষদর্শী : ৪০ ফুট সাড়ে ৬ ইঞ্চি।উকিল: হুম। এত নিশ্চিত হয়ে বললেন কী করে?প্রত্যক্ষদর্শী : গজ ফিতা দিয়ে মেপে রেখেছিলাম।উকিল : কেন?প্রত্যক্ষদর্শী : জানতাম, আপনার মতো কোনো একজন আমাকে প্রশ্নটা করবে!

> আরও পড়ুন- আজকের জোকস : তোর বউ আমারে ডরায় 

****

Advertisement

কার পেশাটা আগেকার পেশা আগে এসেছে— এ নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর উকিল খোশগল্পে মেতেছেন। ডাক্তার : সবার আগে মানুষ এসেছে। আমরা মানুষের রোগ নিয়ে কাজ করি, তাই চিকিত্সা পেশাটাই সবচেয়ে প্রাচীন। প্রকৌশলী : কিন্তু মানুষ আসার আগে তো তাদের ঘরবাড়ি বানাতে হয়েছে নাকি! তাহলে তো ইঞ্জিনিয়ারই আগে আসে। উকিল : তো মশাই, বাড়ি বানানোর আগে তো মামলা-মোকদ্দমা করে মানুষকে জমির মালিক হতে হয়েছে, তাই না? তাহলে এবার আপনারাই বলুন, কার পেশাটা আগে আসে?’

এসইউ/পিআর