রাজনীতি

তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খালেদা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই নেতার মধ্যে এ বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার নেতৃত্বে বৈঠকে বিএনপি পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত আছেন।

বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট, রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সোমবার রাতে দু’দিনের সরকারি সফরে ঢাকা আসেন তুরস্কের প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে মিলিত হন। বুধবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ওইদিনই তুরস্কের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।

Advertisement

এমএম/এসআর/আরআইপি