আন্তর্জাতিক

রিয়াদে রাজপ্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের

সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। হুথি বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেছেন, ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের জড়িয়ে পড়ার এক হাজার দিনে মঙ্গলবার ওই হামলা চালানো হয়েছে।

Advertisement

হুথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, রিয়াদের আল-ইয়ামামা রাজপ্রাসাদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভলকানো ২-এইচ নিক্ষেপ করা হয়েছে। সৌদি নিরাপত্তাবাহিনীর সদস্যরা ক্ষেপণাস্ত্রটি গুলি চালিয়ে ভূপাতিত করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, রিয়াদে বিস্ফোরণের শব্দ ও আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে বলে অনেকেই দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনেকেই ‘রিয়াদে বিস্ফোরণের শব্দ’ হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করেছেন।

তবে সৌদি নিরাপত্তা কর্মকর্তারা এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দে রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে ২০১৫ সালে সানায় হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হুথি বিদ্রোহীদের দমন ও হাদিকে সানায় ফেরাতে সৌদি জোট ইয়েমেন যুদ্ধে জড়িয়ে পড়ে।

Advertisement

হাদিকে ২০১৪ সালে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইয়েমেনের বিশাল অংশের নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

সূত্র : মিডল ইস্ট মনিটর।

এসআইএস/পিআর

Advertisement