একেকজনের খাদ্যাভ্যাস একেকরকম। কেউ শাকসবজি খেতে বেশি ভালোবাসেন, কেউ বা মাছ-মাংস। কারো বা আবার ফাস্টফুড ধরনের খাবারের প্রতি আগ্রহ বেশি থাকে। সব খাবারই যে আমাদের শরীরের জন্য উপকারী তা কিন্তু নয়। বরং অনেক খাবার খেতে সুস্বাদু হলেও তা আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। কিছু খাবার আছে যা আমাদের বয়সের আগেই বয়স বাড়িয়ে দেয়।
Advertisement
আরও পড়ুন : ফর্সা ত্বক পেতে পাঁচটি সুপারফুড
ফ্যাট ও অতিরিক্ত ক্রিমযুক্ত কেক, পেস্ট্রি খাওয়া থেকে বিরত থাকুন। কারণ এগুলো আপনাকে দ্রুত বয়স বাড়িয়ে দেয়।
যদি চান চেহারায় তারুণ্য ধরে রাখতে, আজই নিয়মিত চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া বন্ধ করুন।
Advertisement
মদ্যপান ও ধূমপান বন্ধ করুন। এগুলো শরীরের জন্য যেমন ক্ষতিকর তেমনই দ্রুত আপনার বয়স বাড়িয়ে দেয়।
কোল্ড ড্রিঙ্ক বা মকটেলেও ফ্যাট থাকে, যার ফলে বার্ধক্য তাড়াতাড়ি আসে।
অনেকেরই অভ্যাস থাকে খাবারে অতিরিক্ত লবণ খাওয়ার। চেহারায় বয়সের ছাপ ফেলতে অতিরিক্ত লবণই যথেষ্ট। তাই খাবারে বেশি লবণ খাবেন না।
আরও পড়ুন : জ্বর হলে যেসব খাবার খাবেন
Advertisement
বার্গার, পিৎজাসহ বিভিন্ন রকমের ফাস্টফুড এড়িয়ে চলুন।
এনার্জি ড্রিঙ্ক খেলে সাময়িক শক্তি পেলেও, বয়সের ছাপ তাড়াতাড়ি আসে।
এইচএন/পিআর