দেশজুড়ে

ঝালকাঠিতে সড়ক অবরোধ স্থগিত

ঝালকাঠিতে সড়ক অবরোধ স্থগিত

বরিশাল বিভাগীয় কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার বিকেলে ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে।

Advertisement

এর আগে গতকাল সোমবার জেলার নলছিটির জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে বরিশাল-পটুয়াখালী-বরগুনাসহ ৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এ সময় কুয়াকাটা থেকে আসা একটি বাস ভাঙচুর করে শ্রমিকরা। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জিরো পয়েন্টে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে।

গত ১৮ ডিসেম্বর থেকে ঝালকাঠি বাস মালিক সমিতির গাড়ি বরিশাল-পটুয়াখালী-বরগুনাসহ ৮টি রুটে চালাতে না দেয়ার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয়। এরই ধারাবাহিকতায় বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়াপুর নামকস্থানে অবস্থান নিয়ে মালিক সমিতি বরিশাল মালিক সমিতির গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

বরিশাল বিভাগীয় কমিশনারের আশ্বাসের বিষয়ে ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, বিভাগীয় কমশিনারের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের জিরো পয়েন্টের অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে কর্মসূচি চলবে।

Advertisement

আতিকুর রহমান/এমএএস/পিআর