খেলাধুলা

টেস্টে ফিরছেন ভিলিয়ার্স-স্টেইন

দলের সেরা দুই তারকাকে ছাড়াই অনেকটা দিন টেস্টের কঠিন আঙিনায় লড়াই চালিয়েছে দক্ষিণ আফ্রিকা। অবশেষে তাদের স্বস্তি ফিরছে। এবি ডি ভিলিয়ার্স আর ডেল স্টেইন ফিরছেন টেস্ট দলে। জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের ঐতিহাসিক টেস্টের দলে জায়গা পেয়েছেন আরেক তারকা ভেরনন ফিলেন্ডারও।

Advertisement

এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন সেই ২০১৬ সালের জানুয়ারিতে। গত বছর পার্থে কাঁধের চোটে পড়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ডেল স্টেইনকেও।

ইনজুরির বড় লাইন থেকে ধীরে ধীরে মাঠে ফিরছেন দক্ষিণ আফ্রিকার অন্য তারকারাও। গত অক্টোবরে সাইড স্ট্রেনের চোটে পড়া মরনে মরকেল স্কোয়াডে জায়গা পেয়েছেন। ইংল্যান্ডে পিঠের ইনজুরিতে পড়া ভেরনন ফিলেন্ডারও এখন পুরোপুরি ফিট। কাঁধের অস্ত্রোপচারের পর নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। তারপরও দলে আছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা দলের প্রধান নির্বাচক লিন্ডা জন্ডি তো দলের সব তারকাকে একই ছাতার নিচে ফিরে পেয়ে ভীষণ খুশি। তিনি বলেন, 'এটা শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ডেল আর এবির ফেরা বিশ্ব ক্রিকেটের জন্যই রোমাঞ্চকর মুহূর্ত। কেননা তারা দুজন সব ফরমেটে খেলাটার আইকন। নিজেদের অভিজ্ঞতা দিয়ে তারা দুজন দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরাদের তালিকায় আছেন। সঙ্গে ভেরননের ফেরায় চারজন প্রধান ফাস্ট বোলার-স্টেইন, ফিলেন্ডার, কাগিসো রাবাদা আর মরনে মরকেল দল নির্বাচনে থাকছেন।'

Advertisement

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিওনিস ডি ব্রুইন, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, আন্দিলে ফেহলুখায়ো, ভেরনন ফিলেন্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন।

এমএমআর/আরআইপি