শিক্ষা

৩৮তম বিসিএসে শ্রুতিলেখক নির্বাচনের সময় নির্ধারণ

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধী কোটায় আবেদনকারীরা শ্রুতিলেখকের সহায়তা নিতে পারবেন। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পাঠাতে বলা হয়েছে।

Advertisement

মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন হবে, তারা পিএসসির অনুমোদিত শ্রুতিলেখকসহ আগামী ২৯ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পিএসসির অনুমোদন ছাড়া নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা বহির্ভূত কোনো ব্যক্তিকে শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হবে না।

শ্রুতিলেখকের যোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, শ্রুতিলেখক হিসেবে মনোনয়ন যোগ্য ব্যক্তিকে প্রতিবন্ধী প্রার্থীর চয়ে নিম্ন ধাপের শিক্ষাগত যোগ্যতাধারী হতে হবে, প্রার্থীর একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে পারবে না। তবেই শ্রুতিলেখক হিসেবে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন।

Advertisement

আরো বলা হয়েছে, প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখকের শিক্ষাগত যোগ্যতার সনদ, ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যাায়ত ছবি, বর্তমানে অধ্যয়নরত থাকলে বা সর্বশেষ যে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি অধ্যয়ন করছেন সেখানের পরিচয়পত্র/প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে ডাক্তারি প্রত্যয়নসহ শ্রুতিলেখকের জন্য আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর সকল কাগজপত্র পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

এমএইচএম/এআরএস/জেআইএম