বিনোদন

অস্কারের দৌড়ে পিছিয়ে পড়ল জাতিস্মর

আগামী বছর অস্কারের জন্য ভারতীয় ছবির তরফ থেকে পাঠানো হচ্ছে ‘লায়ার্স ডাইস’৷ মঙ্গলবার এই কথা ঘোষণা করে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’৷ এই বছরে ছবিটি দুটি জাতীয় পুরষ্কারও জিতেছে৷ সেরা অভিনেত্রীর জন্য পুরস্কৃত করা হয় গীতাঞ্জলী থাপা ও সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরষ্কার আসে ‘লায়ার্স ডাইস’-র ঝুলিতে৷এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও গীতাঞ্জলী থাপা৷ ‘লায়ার্স ডাইস’ ছবির কেন্দ্রে রয়েছে একজন মা তাঁর মেয়ে ও পোষ্য ছাগল ছানাকে নিয়ে হারানো স্বামীর উদ্দেশ্যে দিল্লী রওনা দেওয়ার গল্প৷এই বছর অর্থাৎ ২০১৪ সালে অস্কারের দৌড়ে প্রাথমিক তালিকায় ছিল মোট ৩০ টি ছবি৷ এর মধ্যে কঙ্গনা রাণাওয়াতের ‘কুইন’, রাজকুমার রাও পরিচালিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মারাঠি ছবি ‘ইয়েলো’ ও সৃজিত মুখার্জীর বাংলা ছবি ‘জাতিস্মর’৷‘এফ এফ আই’-র সাধারণ সচিব সুপ্রান সেন বলেন, এই বছর এতগুলি ছবি অস্কারে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল৷ শেষবার ২০০১ সালে ২৫ টি ছবি অস্কারের জন্য মনোনীত হয়েছিল৷ সেই বছর এই ২৫ টি ছবির মধ্যে ছিল আমির খান অভিনীত হিন্দি মুভি ‘লগন’৷শেষ বছর অস্কারের জন্য গুজরাটি মুভি ‘দ্য গুড রোড’ শেষ অবধি সেরা পাঁচের তালিকায় স্থান পায়নি৷ অন্যদিকে ‘লাঞ্চবক্স’—র অস্কারে মনোনীত হওয়া নিয়েও যথেষ্ট চর্চা হয়েছিল৷ভারতের বুকে অস্কার এসেছে মোট চারবার৷ ‘গান্ধি’ ছবির সেরা কস্টিউম জিজাইনের জন্য পুরষ্কার আসে ভানু আথাইয়া, ‘স্লামডগ মিলোনায়ার’-এ সেরা সাউন্ড মিক্সিং-র জন্য রেসুল পুকুটি ও অরিজিনাল স্কোরের জন্য পুরস্কৃত করা হয় এ.আর.রহমন এবং গুলজারকে৷

Advertisement