শীত মানেই পিঠেপুলির ধুম। শীতের সকাল ও বিকেলে সুস্বাদু পিঠা যোগ করে বাড়তি আনন্দ। আজ থাকছে সেমাই পিঠা তৈরির রেসিপি। চলুন জেনে নেয়া যাক-
Advertisement
আরও পড়ুন: জলপাইয়ের মিষ্টি আচার
উপকরণ: চালের গুঁড়া- ২ কাপ, লিকুইড দুধ- ৩ লিটার, কনডেন্সড মিল্ক- ১ টিন (ইচ্ছা), চিনি- স্বাদমতো, খেজুরের গুঁড়- ১/২ কাপ, এলাচ গুঁড়া- ১ চা চামচ, লবণ- সামান্য, পানি- পরিমাণমতো, কিসমিস, পেস্তা- সাজানোর জন্যে
প্রণালি: পানি ফুটিয়ে চালের গুঁড়া দিয়ে ডো করে নিন। চুলা থেকে হাঁড়ি নামিয়ে কিছুটা ঠান্ডা করে বেশ ভালোভাবে ডো/কাই ময়ান দিয়ে নিন। ময়ান দেয়া হলে অল্প করে ডো নিয়ে লেচি কেটে সেমাই বানিয়ে নিন। সব বানানো হলে চুলায় দুধের হাঁড়ি বসান। দুধ ফুটে উঠলে এক কাপ দুধ উঠিয়ে রাখুন। এই এক কাপ দুধ ঠান্ডা করে তাতে গুঁড় গলিয়ে ছেঁকে রাখুন।
Advertisement
আরও পড়ুন: গরুর মাংসের দোপেঁয়াজা
এবার দুধের সাথে কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়া ও স্বাদমতো চিনি দিয়ে জ্বাল করুন। চিনির পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে তৈরি করে রাখা সেমাই মিশিয়ে নিন। পছন্দমতো ঘন হলে নামিয়ে নিন। সেমাই কুসুম গরম হলে গুঁড়-দুধের মিশ্রণ মিশিয়ে নিন। ঠান্ডা হলে কিসমস ও পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
এইচএন/আইআই
Advertisement