অবসরোত্তর ছুটি ভোগরত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে চুক্তিতে দুই বছরের জন্য বোর্ডের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে।
Advertisement
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
এজন্য মাহফুজুর রহমানের ভোগ না করা অবসরোত্তর ছুটি বাতিল করা হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
Advertisement
পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক প্রকৌশলী এ কে এম মমতাজ উদ্দিন সম্প্রতি অবসরে গেছেন।
রাজউকের সদস্য হলেন সামসুদ্দীন আহমদ
অপর আদেশে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে ২ বছরের জন্য চুক্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য নিয়োগ দেয়া হয়েছে।
এনআইসিভিডিতে ২ অধ্যাপক নিয়োগ
Advertisement
এছাড়া অবসরোত্তর ছুটি ভোগরত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. সৈয়দ আব্দুল কাদেরকে ২ বছরের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারির অধ্যাপক পদে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া অবসরোত্তর ছুটি ভোগরত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. এ বি এম আবদুস সালামকে ৫ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে ২ বছরের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিওলজির অধ্যাপক পদে নিয়োগ দেয়া হয়েছে।
এই নিয়োগ দিতে দুই চিকিৎসকেরই অবসরোত্তর ছুটি বাতিল করা হয়েছে। এজন্য দুটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরএমএম/জেএইচ/আরআইপি