খেলাধুলা

এক ডেলিভারিতেই ক্রিকেট বিশ্বে আলোড়ন স্টার্কের

কখনও কখনও ব্যাটসম্যান ভুল করেন না, ভুল করান বোলাররা। ব্যাটসম্যান আউট হন না, আউট করেন বোলার। পার্থে সদ্য সমাপ্ত অ্যাশেজ টেস্টে মিচেল স্টার্কের তেমনই এক ডেলিভারি নিয়ে এখন সরব ক্রিকেট দুনিয়া। যে ডেলিভারিটি ইতোমধ্যেই পেয়ে গেছে, 'একবিংশ শতাব্দীর সেরা'র স্বীকৃতি।

Advertisement

রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সকে যেভাবে বোকা বানিয়েছেন স্টার্ক, সবার চোখ তাতে উঠে গেছে কপালে। ১৪৪ কিলোমিটার গতির বলটি পিচে পড়ে মিডল স্ট্যাম্প থেকে স্পিনারদের মত বাঁক খেয়ে ভেঙে দেয় ভিন্সের অফস্ট্যাম্প। ইংলিশ ব্যাটসম্যান নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন, কতক্ষণ চেয়ে থাকেন উইকেটের দিকে।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো স্টার্কের এই বলকে বলেছেন ‘একবিংশ শতাব্দীর সেরা’ ডেলিভারি। অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্নেরও মত তেমনটাই।

হ্যাঁ, সেই শেন ওয়ার্ন। ১৯৯৩ সালে ওল্ড ট্রাফোর্ডে লেগ স্টাম্পে বল পিচ করে ইংলিশ ব্যাটসম্যান মাইক গ্যাটিংয়ের মিডল স্টাম্প ভেঙে দিয়েছিলেন যিনি। যে ডেলিভারিটিকে বলা হয় ‘বিশ শতকের সেরা’ বল, সেই ওয়ার্নই এবার স্বদেশী পেসারের মাঝে খুঁজে পাচ্ছেন নিজেকে।

Advertisement

এমএমআর/এমএমআর/আইআই