আন্তর্জাতিক

মুক্তি পেলেন চীনের সাংবাদিক ঝাং মিয়াও

চীনের এক নারী সাংবাদিককে নয় মাস আটক রাখার পর মুক্তি দেয়া হয়েছে। তিনি হংকংয়ের গণতান্ত্রিক বিক্ষোভের ওপর একটি জার্মান ম্যাগাজিনকে প্রতিবেদন প্রকাশে সহায়তা করেছিলেন। ঝাং মিয়াও ওই সাংবাদিক এএফপিকে জানান, তিনি নিরাপদে রয়েছেন। গত অক্টোবরে হংকংয়ের সমর্থনে চীনের মূল ভূখণ্ডে আন্দোলনরতদের ওপর দমন-পীড়ন চালানোর সময় ঝাং মিয়াওকে আটক করা হয়। পেশাগত দায়িত্ব পালন শেষে দেশে ফেরার কয়েক দিন পর বেইজিংয়ে তিনি গ্রেফতার হন। ওই আন্দোলনে হংকংয়ের একটি অংশ বন্ধ হয়ে যায়। তার এই আটকের ঘটনাটি বিদেশি গণমাধ্যমে কর্মরত চীনা সাংবাদিকরা যে ঝুঁকির মধ্যে রয়েছেন এবং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কর্তৃক তারা যে প্রায়ই হয়রানির শিকার হন সে বিষয়টিই তুলে ধরলো। ঝাং হামবুর্গভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ডি জেইটে কাজ করতেন। তবে ঝাংয়ের ভাই ও এক পারিবারিক বন্ধু জানান, শুক্রবার ভোরে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঝাংয়ের আইনজীবী ঝউ শিফেংকে আটক করেছে।বিএ/পিআর

Advertisement