জাতীয়

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি বংশোদ্ভুত ২ হাজার আমেরিকান

বাংলাদেশি বংশোদ্ভুত দুই হাজারের বেশি আমেরিকান নাগরিক নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত রয়েছেন। পুলিশ বিভাগের এক সদস্য মঙ্গলবার এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা যুক্তরাষ্ট্রে বাড়ছে এবং এ সংখ্যা অচিরেই ১৫ শতাংশে দাঁড়াবে। কমিউনিকেশন ওয়ার্কার্স অব আমেরিকার (সিডব্লিউএ) নির্বাহী সহ-সভাপতি (লোকাল ১১৮২) খান শওকত বলেন, পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে এবং বয়স ৩৫ বছরের কম হতে হবে।  বর্তমানে ২ হাজারের বেশি বাংলাদেশি আমেরিকান নিউইয়র্ক পুলিশে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে তাদের চমৎকার দক্ষতার কারণে ভাল অবস্থানে রয়েছেন।   শওকত বলেন, বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকানদের নিউইয়র্ক পুলিশের অধীনে গোয়েন্দা শাখায়ও কাজ করছেন।   নিউইয়র্ক পুলিশের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ, স্কুলের নিরাপত্তা এবং অপরাধ দমনসহ বিভিন্ন কাজ করে থাকে।

Advertisement