দেশজুড়ে

পদদলিতদের পরিবারকে লাখ টাকা প্রদানের ঘোষণা

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে স্থানীয় রিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত মেজবানির খাবার খেতে গিয়ে সোমবার দুপুরে পদদলিত হয়ে ১০ জনের করুণ মৃত্যু হয়েছে। এদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।

Advertisement

মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে চট্টগ্রাম নগরীর মোট ১৪টি কমিউনিটি সেন্টারে খাবারের আয়োজন করা হয়। স্থানীয় রিমা কমিউনিটি সেন্টারটি প্রায় ১৫ বছরের পুরনো। এখানে শুধুমাত্র ভিন্ন ধর্মাবলম্বী ১০ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। 

স্থানীয় এক ওয়ার্ড কমিশনার জানান, নিহতদের পরিবারকে নগদ ১ লাখ টাকা ও শেষকৃত্য সম্পন্ন করতে ৫ হাজার টাকা দেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কমিউনিটি সেন্টার এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। খাবার বিতরণের সময় প্রচণ্ড হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে শতাধিক ব্যক্তি আহত হন।

Advertisement

তাৎক্ষণিকভাবে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ১০ জনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

জেএইচ/আরআইপি