দেশজুড়ে

বরিশালের আকাশপথে ইউএস-বাংলার ফ্লাইটের যাত্রা শুরু

ঢাকা-বরিশাল আকাশপথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়েছে। শুক্রবার বিকেল ৩টা ৫৭ মিনিটে ঢাকা থেকে ৭৬ জন যাত্রী নিয়ে ড্যাস-৮ কিউ-৪০০ মডেলের টার্বোপ্রপ ইঞ্জিনের ৭৬ আসন বিশিষ্ট ফ্লাইটটি বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী নামিয়ে ঢাকাগামী ৩৪ জন যাত্রী নিয়ে বিকেল ৪টা ৩৫ মিনিটে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের উদ্ধোধনী ফ্লাইটটি ফের ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় বলে জানিয়েছেন বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হানিফ গাজী। তবে বরিশালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উদ্ধোধনী ফ্লাইট চালু উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা হয়নি বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বরিশাল অফিসের ইনচার্জ মো. রিয়াদ হোসেন জাগো নিউজকে জানান, শুরুতে প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার বরিশাল-ঢাকা রুটে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করবে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে চাহিদা অনুযায়ী ভবিষ্যতে সপ্তাহের  সাতদিনই এ রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এ রুটে ইউএস-বাংলার ফ্লাইটে ভাড়া নির্ধারণ করা হয়েছে আসন প্রতি সর্বনিম্ন ৩২০০ টাকা থেকে সর্বোচ্চ ৬২০০ টাকা। বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে রোববার ও বুধবার ২ দিন এ রুটে যাত্রী পরিবহন করে আসছে। সাইফ আমীন/এমজেড/পিআর

Advertisement