ফেনীতে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার বেলা ৩টায় ছাগলনাইয়া রাধানগর ইউনিয়নস্থ বেতাগা রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া রাঁধানগর ইউনিয়নস্থ বেতাগা রাস্তার মাথা থেকে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতদল অস্ত্র সস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র্যাব ফেনী ক্যাম্পের একটি অভিযান দল উপস্থিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার ও তার চার সহযোগীকে আটক করে।আটকরা হলেন, পশ্চিম ছাগলনাইয়ার নুরুল আফসারের ছেলে ডাকাত সর্দার মো. একরামুল হক (৩৫), ছাগলনাইয়ার বেতাগা গ্রামের জুলফিকারের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৯), ফেনীর ফাজিলপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. জাবেদ ভূঁইয়া (২৪), একই গ্রামের স্বপন মজুমদারের ছেলে নিপুন মজুমদার (২৩), ছাগলনাইয়ার লক্ষীপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম (২৬)। এ সময় তাদের কাছ থেকে ২টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাতটি অ্যামোনেশন, একটি কুড়াল, একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয় ।জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। গ্রেফতারকৃত ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।জহিরুল হক মিলু/এআরএ/পিআর
Advertisement