খেলাধুলা

পার্থে ইনিংস জয়ে অ্যাশেজ অস্ট্রেলিয়ার

প্রথম দুই ম্যাচ হারায় ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে টিকে থাকে পার্থে জয়ের কোন বিকল্প ছিল না সফরকারী ইংল্যান্ডের। তবে সিরিজের তৃতীয় টেস্টে কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারলো না কুক বাহিনী। দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ জিতলো অস্ট্রেলিয়া। পার্থে সিরিজের তৃতীয় টেস্টে ইনিংস ও ৪১ ইংল্যান্ডকে হারিয়েছে স্বাগতিকরা।

Advertisement

ম্যাচের চতুর্থ দিনই অ্যাশেজ জয়ের মঞ্চ তৈরি করে রাখে অস্ট্রেলিয়া। ২৫৯ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩২ রান তুলতেই ৪ উইকেট হারায় সফরকারী ইংল্যান্ড। এরপর ইংলিশদের স্বস্তি দেয় বৃষ্টি। ফলে দিনের খেলা শেষ হয় খানিকটা আগেই। শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতেই ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১২৭ রান।

চতুর্থ দিনে বৃষ্টির কারণে পঞ্চম দিনে খেলা শুরুতে কিছুটা বিলম্ব হয়। ইংলিশ শিবির হয়তো আবারও বৃষ্টির জন্যই অপেক্ষা করছিল। তবে সব শঙ্কা পেছনে ফেলে দিনের খেলা শুরু হয়। শুরুতেই সাজঘরে ফেরেন বেয়ারস্টো। আগের দিন যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই বিদায় নেন প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া এই তারকা।

বেয়ারস্টোর বিদায়ের পর ডেভিড মালান এক পাশ ধরে খেলে হাফ সেঞ্চুরির তুলে নিলেও অন্য সবাই ছিলেন আশা যাওয়ার মাঝে। মঈন আলি ১১ রানে বিদায়ের পর মালান সাজঘরে ফেরেন ৫৪ রানে। এরপর ক্রিস ওকস (২২), ওভারটন (১২) এবং ব্রড (০) রানে বিদায় নিলে ২১৮ রানেই শেষ হয় ইংলিশদের ইনিংস। এতে ইনিংস ও ৪১ রানের জয়ের সঙ্গে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজও নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া।

Advertisement

এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে পার্থে মালান-বেয়ারস্টোর সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ডেভিড মালান ১৪০ ও বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১১৯ রান। জবাবে স্মিথের ডাবল ও মিশেল মার্শের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৬৬২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। স্মিথ ২৩৯ আর মার্শ করেন ১৮১ রান।

এমআর/এমএস