হারের স্বাদ শেষ কবে পেয়েছেল সেটা মনে হয় ভুলেই গিয়েছিল স্কটিশ ক্লাব সেল্টিক। অবশেষে ১৯ মাস ও ৬৯ ম্যাচ পর অবশেষে হারের স্বাদ পেল সেল্টিক। রোববার হার্টসের কাছে ৪-০ গোলে হেরেছে ব্রেন্ডন রজার্সের দল।
Advertisement
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে সেল্টিক। তবে পাল্টা এক আক্রমণে ম্যাচের ২৬ মিনিটে হ্যারির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লাফারর্টি।
বিরতির পর মিলিংকোভিক জোড়া গোল করলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হার্টস। আর ২০১৬ সালের মে মাসের পর এই প্রথম লিগে হারলো সেল্টিক। গত নভেম্বরে সেল্টিক তাদেরই ১০০ বছর পুরোনো ৬২ ম্যাচ অপরাজিত থাকার আগের রেকর্ড ভেঙে দিয়েছিল।
এদিকে ২০১৬-১৭ মৌসুমে সেল্টিকের দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া লিগে রজার্সের এটাই প্রথম হার।
Advertisement
এমআর/এমএস