দেশজুড়ে

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে আটক ২৩

ভারত থেকে সীমান্তের অবৈধ পথে দেশে ফেরার সময় শিশুসহ ২৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোলের পুটখালি ও বড়আঁচড়া-গাতিপাড়া সীমান্ত সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।আটক ২৩ জনের মধ্যে সাতজন পুরুষ, ১৪ জন নারী ও দুই শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার শফিউদ্দিন হাওলাদার জানান, আটকরা সবাই বাংলাদেশি। ভালো কাজের প্রলোভনে পড়ে এরা ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কলকারখানায় বিভিন্ন ধরনের কাজ করতো। সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধ পথে দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে।আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে থানায় একটি মামলা করেছে বিজিবি।জামাল হোসেন/এআরএ/পিআর

Advertisement