জাতীয়

মুক্তিযুদ্ধে অবদান : ভারত-রাশিয়ার বীরদের সংবর্ধনা বিমান প্রধানের

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর ৪০ জন বীর যোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। রোববার (১৭ ডিসেম্বর) বিএএফ ফ্যালকন হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

Advertisement

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে দেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জয় ভগবান সিং যাদব এবং রুশ দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন (অব.) স্ট্যানিস্লাভ গর্বাচেভ। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারত ও রাশিয়ার ডিফেন্স অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদেরকে স্মারক উপহার দেন। তাদের পক্ষ থেকেও বিমান বাহিনী প্রধানকে স্মারক উপহার দেয়া হয়।

উল্লেখ্য, ভারত ও রাশিয়ার প্রতিনিধি দলটি মহান বিজয় দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। সফরকালে তারা বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।-আইএসপিআর

Advertisement

এমএমজেড/জেআইএম