কুষ্টিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মধ্যবর্তী নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তার কোনো প্রয়োজন নেই। জনগণ এখন বর্তমান সরকারের প্রতি আস্থাশীল। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, যে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন করছে, সেই সরকার কার স্বার্থে মধ্যবর্তী নির্বাচন করবে? বেগম খালেদা জিয়ার কথাই নির্বাচন হবে না কারণ জনগণ তা চান না। নির্বাচন যথাসময়ে ২০১৯ সালেই হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করার পরিকল্পনার এজেন্ডা বাস্তবায়নের জন্যই বিএনপির আগমন। তারা এদেশে ব্যর্থ হয়ে বিদেশের মাটিতে গিয়েও ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তারেক জিয়া হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে সবসময় জড়িত। তিনি বিদেশের মাটিতে বসেই টিউলিপ সিদ্দিককে হারানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন। এর সকল তথ্য প্রমাণও আছে। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আল-মামুন সাগর/এমজেড/পিআর
Advertisement