আন্তর্জাতিক

ইবোলা আক্রান্তদের ৭০ ভাগ মারা যাচ্ছেন

পশ্চিম আফ্রিকায় ইবোলা আক্রান্তদের ৭০ শতাংশ মানুষ মারা যাচ্ছেন। মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগের হিসাবগুলোতে মৃত্যুর হার বেশ কম দেখানো হয়।বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ইবোলা সংক্রমণ রোধে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামী নভেম্বরের মধ্যে সংক্রমিত রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে বলে জাতিসংঘের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি দাঁড়াবে আফ্রিকার দুটি দেশে। যুক্তরাষ্ট্রের এক হিসাবে দেখানো হয়েছে, দুটি দেশে প্রায় ১৪ লাখ মানুষ ইবোলায় সংক্রমিত হতে পারে।এদিকে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কয়েক মাসে এ পর্যন্ত গায়ানা, সিয়েরালিওন ও লাইবেরিয়ায়- এই তিন দেশে মারা গেছে ২ হাজার ৪০০ মানুষ।নাইজেরিয়া ও সেনেগালেও ছড়িয়ে পড়া শুরু করেছে ইবোলা। এ রোগ প্রতিরোধে তাই জরুরি পদক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Advertisement