দেশজুড়ে

দেশের উন্নয়নের স্বার্থে কর প্রদান করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে কর প্রদান করতে হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। শুক্রবার দুপুরে খুলনা নগরীর খালিশপুর মংলা কাস্টমস হাউস অডিটোরিয়ামে জাতীয় মূসক দিবস-২০১৫ পালন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, একটি পরিবার পরিচালনা করতে যেমন অর্থের প্রয়োজন তেমনি রাষ্ট্র পরিচালনা করতেও অর্থের প্রয়োজন। আর এ অর্থ সরকার দেশের জনগণের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে সংগ্রহ করে। তিনি আরো বলেন, কর প্রদান একটি মহৎ কাজ। কারণ এ অর্থ দেশের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থাসহ সকল জনকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এ সময় কর প্রদানে সক্ষম বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মংলা কাস্টমস হাউসের কমিশনার ড. মোহা. আল আমিন প্রামানিক এবং খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক। এতে সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কেএম অহিদুল আলম।আলোচনা শেষে প্রতিমন্ত্রী খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন ১১টি জেলার ২২টি সর্বোচ্চ মূসক প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এর আগে সকালে খালিশপুর কাস্টমস কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মূসক সপ্তাহের কার্যক্রম অব্যাহত থাকবে।আলমগীর হান্নান/এআরএ/পিআর

Advertisement