হাথুরুসিংহে এখন শ্রীলংকা জাতীয় দলের প্রধান কোচ। সেখানে এই কোচের প্রথম মিশনই হবে তার সাবেক দল বাংলাদেশের বিপক্ষে সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাই বেশ খানিকটা এগিয়েই থাকবে শ্রীলংকা। কারণ হাথুরু বাংলাদেশের ক্রিকেটারদের দুর্বলতাগুলো জানেন। তবে এটা নিয়ে ভাবছেন না জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
Advertisement
নান্নু মনে করেন, খেলোয়াড়রা যদি তাদের সেরাটা খেলতে পারে; তবে হাথুরু শ্রীলংকার কোচ হওয়াতেও প্রভাব পড়ার কোনো কারণ নেই। তিনি বলেন, 'এটার প্রভাব পরবে না। আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি, তবে প্রভাব পড়ার কোনো কারণও নাই। আমি মনে করি যে, গত দুই বছরে ঘরের মাটিতে যথেষ্ট ভাল ক্রিকেট খেলেছি আমরা। এখানে নেগেটিভ কিছু মাথায় আসা উচিত না। আমরা আমাদের সেরা খেলাটা খেলবো। সেরাটা মাঠে দিতে পারলে ভাল করবো।'
ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ৩০ জনের একটা দল ঠিক করেছেন নির্বাচকরা। সেখানে সদ্য সমাপ্ত বিপিএলে পারফর্ম করাদের স্থান পাবার ব্যাপারে আশাবাদী এই জাতীয় দলের সাবেক ক্রিকেটার। তিনি বলেন, '৩০ জনের একটা স্কোয়াড প্রস্তুত করছি। ত্রিদেশীয় সিরিজ, টেস্ট এবং টি-টোয়েন্টির জন্য। সবকিছু মিলিয়ে পারফরমারদের অবশ্যই জায়গা হবে।'
তবে টি-টোয়েন্টির পারফম্যান্স দিয়ে টেস্ট আর ওয়ানডের দল নির্বাচনের পক্ষপাতী নন নান্নু। তিনি বলেন, 'যেহেতু টি-টোয়েন্টি একটা অন্য ফরম্যাটের খেলা, এটার সাথে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে মেলানো সম্ভব না। তারপরও পারফরমারকেই সুযোগ দেয়া হবে। যেহেতু ত্রিদেশীয় সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক দিন পর একটা ত্রিদেশীয় সিরিজ হচ্ছে আমাদের। আমার বিশ্বাস ভাল একটা দলই দাঁড় করাবো।'
Advertisement
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে ওই একটি সিরিজ দিয়েই বিচার করতে নারাজ নান্নু। প্রধান নির্বাচক বলেন, 'একটা সিরিজ দিয়ে কাউকেই আপনি মূল্যায়ন করতে পারবেন না। যেহেতু দক্ষিণ আফ্রিকা সিরিজটা সব দেশের জন্যই কঠিন জায়গা। ওখানে আমরা পারফর্ম করতে পারিনি। তবে বাহির আর হোমে খেলার মধ্যে পার্থক্য রয়েছে। দেশের মাটিতে যেন ভাল ক্রিকেট খেলতে পারি, এমন লক্ষ্যই থাকবে আমাদের।'
এমএএন/এমএমআর/জেআইএম