খেলাধুলা

আফিফের উচ্ছ্বসিত প্রশংসায় যুব দলের কোচ

সদা হাসি-খুশি মানুষ ড্যামিয়েন রাইট। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ তিনি। আজ রাতেই চলে যাচ্ছেন ইংল্যান্ডে পরিবারের সঙ্গে ক্রিসমাস কাটাতে। সেখান থেকেই দলের সাথে নিউজিল্যান্ডে যোগ দেবেন। তবে ঢাকা ত্যাগ করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিপিএলে দুর্দান্ত খেলা আফিফ হাসান ধ্রুবর উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।

Advertisement

আফিফের খেলা মনে ধরেছে রাইটের। তিনি বলেন, 'প্রস্তুতি ম্যাচগুলি আমরা ভালো করেছি। বিশেষ করে আফিফ হাসান অনেক ভালো করেছে বিপিএল থেকে ফিরে। ১৩০ বলে তার ১৪০ রানের ইনিংসটি ছিল অসাধারণ।'

বিকেএসপিতেও অসাধারণ প্রস্তুতি হয়েছে বলে জানান তিনি। ভাল কিছু প্রতিপক্ষের সঙ্গেও খেলার সুযোগ পেয়েছেন বলেও মনে করেন এই যুবা কোচ।

সবাই একসঙ্গে ভালো খেললে ভালো কিছু করা সম্ভব, মনে করেন আফিফ-সাইফদের গুরু। তার ভাষায়, 'ছেলেরা একতাবদ্ধভাবে ভালো খেললে ভালো কিছু করা সম্ভব। নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড থাকায় গ্রুপপর্ব সহজেই পার হবো বলে আশা করছি। এরপর ভালো করলে ভারত কিংবা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে। আর মোমেন্টাম ধরে রাখতে পারলে জয়টা সহজই হবে।'

Advertisement

এমএএন/এমএমআর/আরআইপি