ক্রিকেটের ফরমেট দিনকে দিন ছোটই হচ্ছে। টি-টোয়েন্টি আসার পর বোলারদের কাজটা অনেক কঠিন হয়ে গেছে। এবার মাঠ কাঁপাতে শুরু করেছে 'টি-টেন' লিগ। বোঝাই যাচ্ছে, এখানে বোলারদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। তবে পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির এই ফরমেটেরও সুফল দেখছেন।
Advertisement
গত নভেম্বরে টি-টেন লিগের ড্রাফটে সবার আগে দল পেয়ে যান আমির। শারজায় চারদিনের এই টুর্নামেন্টে দল মারাথা অ্যারাবিয়ান্সের হয়ে ৩ ম্যাচে ৬ ওভার বল করে এখন পর্যন্ত একটি উইকেট পেয়েছেন এই পেসার। ইকোনমি ৮.৮৩।
নতুন চেহারার এই ফরমেটে বোলিংয়ের পর আমিরের মনে হচ্ছে, টি-টেন ক্রিকেট বোলারদের আরও বেশি টি-টোয়েন্টির জন্য প্রস্তুত করবে। বোলারদের দক্ষতা বাড়বে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অবশ্যই এটা বাড়বে। এই ফরমেটে ডট বলটাই সব। যত বেশি ডট আপনি করতে পারবে, তত আত্মবিশ্বাস পাবে। যদি আপনি টি১০ ক্রিকেটে রান না দেন, টি-টোয়েন্টি ক্রিকেটকে অনেক দীর্ঘ ফরমেট মনে হবে।'
টি-টেন ক্রিকেটের চাপ সামলানোর পর টি-টোয়েন্টিকে অনেক সহজ মনে হবে বলেই মনে করছেন আমির। তিনি বলেন, 'এটা অনেক চাপের ফরমেট। যদি আপনি এখানে ভালো করেন, তবে টি-টোয়েন্টি ক্রিকেটে কম চাপ অনুভব করবেন। এক দিক দিয়ে এটা বোলারদের পরীক্ষার একটা ফরমেট।'
Advertisement
এমএমআর/জেআইএম