বিপিএল উত্তেজনা শেষ। মাশরাফির সামনে থেকে নেতৃত্ব, ক্রিস গেইলের সময় মত জ্বলে ওঠা আর টিম ওয়ার্কের অনুপম প্রদর্শনীতে রংপুরের শিরোপা বিজয় নিয়ে কথা বার্তাও চলছে এখনো। সেই সঙ্গে ঢাকা ডায়নামাইটস আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিণতি নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা পর্যালোচনাও আছে অব্যাহত।
Advertisement
সাকিবের ঢাকা কেন পারলো না? গেইল, জনসন চার্লস আর ব্রেন্ডন ম্যাককালামের মত তিনজন তুখোর ও বিধ্বংসী উইলোবাজের দল রংপুরকে আগে টেনশন ফ্রি ব্যাটিং করতে দেয়া কি কারণে? মোহাম্মদ আমিরকে না খেলানো আর সুনিল নারিনের বদলে মেহেদী মারুফকে দিয়ে ইনিংসের সূচনা করার কারণ কি?
বিপিএল গভর্নিং কাউন্সিল ফাইনালের ৪৮ ঘণ্টার পর সংবাদ সম্মেলন ডেকে বাইলিজ ও প্লেয়িং কন্ডিশনের বিষয়টা একদম পরিষ্কার করে দিলেও ভক্তদের মধ্যে এখনো সংশয়-সন্দেহ রয়েই গেছে। তাদের বিশ্বাস, সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কি বাইলজ আর প্লেয়িং কন্ডিশনের বলি হলো? তা নিয়ে গুঞ্জনও শেষ হয়নি। আছে এখনো।
এটাই হয়। একটা আসর আসে। তা শেষ হলেও কিছুদিন তার রেশ থেকে যায়। আবার অন্য সিরিজ বা টুর্নামেন্ট আসার আগে পর্যন্ত সেই রেশ থেকেই যায়। সামনেই বাংলাদেশ, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে তিন জাতি ক্রিকেট আর টাইগারদের সঙ্গে শ্রীলঙ্কার হোম সিরিজ। তা শুরুর আগে থিতু হয়ে যাবে বিপিএল উত্তেজনা।
Advertisement
আগামী ১৫ জানুয়ারি থেকে হোম অফ ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়ামে শুরু ত্রিদেশীয় টুর্নামেন্ট। আর ২৭ জানুয়ারি ওই আসরের ফাইনালের পর শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার হোম সিরিজ। ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট।
তাই দিন দশেক বিশ্রামে কাটবে বাংলাদেশের। তারপর আবার শুরু হবে ত্রিদেশীয় ক্রিকেট ও লঙ্কানদের সঙ্গে হোম সিরিজের প্রস্তুতি। কবে, কখন জাতীয় দলের প্রস্তুতি শুরু? সবই চূড়ান্ত হয়ে গেছে। আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে প্রস্তুতি। যথারীতি ফিজিক্যাল টেস্ট ও ফিটনেস ট্রেনিং দিয়েই শুরু অনুশীলন।
যেহেতু আগে তিন জাতি ওয়ানডে টুর্নামেন্ট এবং ওই আসর শেষ হবার মাত্র চারদিন পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তাই আলাদা আলাদা প্রস্তুতির কোন সুযোগ নেই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ (রোববার) সকালে জাগো নিউজকে জাতীয় দলের প্রস্তুতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন, ‘আমরা একবারে তিন জাতি আসর, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে চাচ্ছি। আগামী ২৭ ডিসেম্বর শুরু প্রস্তুতি। যা শুরু হবে ফিটনেস টেস্ট দিয়ে। প্রত্যেকটা ক্রিকেটারের ফিটনেস লেভেল খুঁটিয়ে দেখে তারপর শুরু হবে মূল প্রস্তুতি।’
মিনহাজুল আবেদিন নান্নু আরও জানান, যেহেতু তিন জাতি, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ একদম পরপর হবে, তাই আর আলাদা আলাদা দল ডেকে অনুশীলনের সময়ই থাকবে না। সে কারণেই প্রস্তুতি একসঙ্গে শুরু হবে।
Advertisement
তিন ফরম্যাটের অনুশীলন এক সঙ্গে শুরু হলেতো ক্রিকেটারের সংখ্যঅ বেশী থাকবে? প্রধান নির্বাচকের জবাব, ‘হ্যাঁ, তা তো থাকবেই। আমরা ৩০-৩২ জনকে প্রাথমিক ক্যাম্পে ডাকবো। প্রাথমিক ক্যাম্পের দল ঘোষণা ২১ ডিসেম্বর। সেখান থেকে প্রথমে তিন জাতি টুর্নামেন্ট, তারপর পর্যায়ক্রমে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের মূল দল বেছে নেয়া হবে।
দলে কি তেমন কোন নতুন মুখ থাকবে? এমন প্রশ্নর জবাবে মিনহাজুল আবেদিন স্পষ্ট করে কিছু না বললেও তার কথায় বোঝা গেছে, ওয়ানডে আর টেস্ট দলে বড় ধরনের কোনো পরিবর্তনের চিন্তা-ভাবনা নেই তাদের। ওই দুই ফরম্যাটের দলে সে অর্থে আনকোরা নতুন কারো অন্তর্ভুক্তির সম্ভাবনা খুব কম। তবে টি-টোয়েন্টি দলে নতুন মুখ দেখা যেতে পারে।
তারা কারা? এ প্রশ্নর জবাবে মিনহাজুল আবেদিন বলেন, আমরা বিপিএলে ভালো খেলা চার-পাঁচজনকে ক্যাম্পে ডাকবো। তারপর ক্যাম্পে তাদের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেব।
তবে দল নিয়ে মিনহাজুল একটা কথাই পরিষ্কার করে বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি স্কোয়াডে কিছু রদ বদলের কথা ভাবছি। কিছু জায়গায় নতুন কাউকে নেয়ার চিন্তাও চলছে।
তারা কারা ? নান্নু অবশ্য তা বলেননি। তবে ধারণা করা হচ্ছে, রংপুরের টপ অর্ডার মোহাম্মদ মিঠুন, কুমিল্লার অফস্পিনার মেহেদি হাসান, দুই পেসার আবু হায়দার রনি আর আবু জায়েদ রাহি, চিটাগং ভাইকিংসের টপ অর্ডার এনামুল হক বিজয়ের ক্যাম্পে ডাক পাবার সম্ভাবনা যথেষ্ঠ।
এর বাইরে খুলনা টাইটান্সের মিডল অর্ডার আরিফুল ও রাজশাহীর কিপার মিডল অর্ডার জাকির হাসানকে অনেক কথা বার্তা হলেও প্রধান নির্বাচককে তাদের ব্যাপারে তেমন উৎসাহী মনে হয়নি। তারপরও আরিফুল ও জাকিকের অন্তত একজনকে প্রাথমিক দলে দেখা যেতে পারে। নিকট অতীত ও সাম্প্রতিক সময়ের সব জাতীয় ক্রিকেটারকে প্রাথমিক ক্যাম্পে থাকা এক রকম নিশ্চিত।
প্রাথমিক ক্যাম্পের ৩০-৩২ জনের সম্ভাব্য স্কোয়াডঃ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা, মেহেদী মিরাজ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু, নাজমুল অপু, শুভাশিস রয়, সোহাগ গাজী, জাকির হাসান, আরিফুল হক, মোসাদ্দেক হোসেন, এনামুল বিজয়, আল-আমিন, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান।
এআরবি/এমআর/পিআর