খেলাধুলা

২৫৯ রানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা

চতুর্থ দিনে নিজেদের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান স্মিথ আর মার্শ। স্মিথ যোগ করলেন ১০ আর মার্শ ওই রানেই ফিরলেন সাজঘরে। এর প্রভাবটা পড়লো ইনিংসেও। তবে শেষ দিকে পাইন-কামিন্সের ব্যাটে ৬৬২ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক অস্ট্রেলিয়া। এতে ২৫৯ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

Advertisement

দলীয় ৫৪৯ রানে চতুর্থ দিনে ব্যাট করতে নামে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান স্মিথ ও মার্শ। তবে তৃতীয় দিন করা ১৮১ রানেই সাজঘরে ফেরেন মার্শ। দ্রুত ফেরেন স্মিথও। আগের দিনের ২২৯ এর সঙ্গে যোগ করে মাত্র ১০।

এ দুইজনের বিদায়ের পর পাইন-কামিন্স মিলে ৯৩ রানের জুটি গড়েন। কামিন্সের ৪৪ রানে বিদায়ের পর লিওন ফেরে ৪ রান করে। এরপর ৬৬২ রানে ইনিংস ঘোষণা করে।

এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে পার্থে মালান-বেয়ারস্টোর সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ডেভিড মালান ১৪০ ও বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১১৯ রান।

Advertisement

এমআর/এমএস