কমলাপুর রেলস্টেশনে অনিয়ম ঠেকাতে অভিযোগ ও তথ্যকেন্দ্র খোলা হয়েছে। র্যাব-৩-এর পক্ষ থেকে এই অভিযোগ ও তথ্যকেন্দ্র খেলা হয়। সরেজমিনে দেখা গেছে, রেলস্টেশনে পাশেই স্থাপিত এ অভিযোগ কেন্দ্রে দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরা। এখানে যাত্রীরা তাদের যে কোন ধরনের অভিযোগ দিতে পারবেন। ঈদের আগ পর্যন্ত এই ক্যাম্প থাকবে। এছাড়া স্টেশনের চারপাশ জুড়ে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরা। র্যাবের অভিযোগ ক্যাম্পে দায়িত্বরত এক কর্মরতা জানান, টিকিট কালোবাজারীসহ যাত্রীরা কোনো অভিযোগ করলে আমাদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যাত্রী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সহায়তার জন্য রেলওয়ে চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে ঢাকা রেলওয়ে থানার মাধ্যমে পুলিশ তথ্য কেন্দ্র খোলা হয়েছে। এখানেও দায়িত্ব পালন করছেন কয়েকজন। যে কোনো সহায়তার জন্য ০১৭৬৯-৯৩৬৫৩৯ এই মোবাইল ফোন নম্বরে যাত্রীদের যোগাযোগ করতে বলা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আরেকটি পৃথক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে কমলাপুর রেলস্টেশনে। এমএম/এমএস
Advertisement