মাস তিনেক আগে সৌদি আরবে নারীদের ওপর থেকে গাড়ি চালানোর বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। আর এখন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, দেশটির নারীরা ট্রাক ও মোটর সাইকেল চালানোর অনুমতিও পেতে যাচ্ছেন।
Advertisement
রক্ষণশীল সৌদিকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে গেল সেপ্টেম্বরে বাদশাহ সালমান একটি ডিক্রি জারি করেন, যেখানে বলা হয়- আসছে জুন থেকে গাড়ি চালাতে পারবেন সৌদি নারীরা। দ্য সৌদি জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিক শুক্রবার পরিবর্তিত নিয়ম-নীতি নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, মোটর সাইকেল ও ট্রাক চালানোর অনুমতিও পাচ্ছেন সৌদি নারীরা।
ডিক্রি অনুযায়ী গাড়ি চালানো সংক্রান্ত আইন নারী ও পুরুষের জন্য একই হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে।
নারীরা যেসব গাড়ি চালাবেন আলাদা করে সেগুলোর জন্য কোনো নম্বর প্লেট থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে।
Advertisement
কিন্তু কোনো নারী চালক দুর্ঘটনার কবলে পড়লে বা ট্রাফিক আইন ভাঙলে তখন সে বিষয়টির সুরাহা একটি বিশেষ সেন্টারে করা হবে; যেটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হবে নারীদের দ্বারাই।
পৃথিবীতে সৌদি আরবই এতদিন একমাত্র দেশ ছিল যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না।
সূত্র : এএফপি।
এনএফ/এমএস
Advertisement