দেশজুড়ে

সৈয়দপুরের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ

নীলফামারীর সৈয়দপুরে বাস মালিক সমিতির একটি বাস টাঙ্গাইলে আটকের প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ করেছে পরিবহন মালিকরা। শুক্রবার সকাল ৭টা থেকে এই সড়ক অবরোধের কারণে সৈয়দপুর দিয়ে ঢাকা রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ সারা দেশের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা জানান, গত বৃহস্পতিবার রাতে নাদের পরিবহনের একটি নৈশকোচ যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায়। শুক্রবার ভোরে ওই কোচটি টাঙ্গাইলে আটকে দেয় সেখানকার পরিবহন মালিক সমিতি। এ খবর পেয়ে শুক্রবার সকাল ৭টা থেকে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় সড়কে আড়াআড়ি করে গাড়ি রেখে অবরোধ শুরু করে মালিক সমিতি। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা এ অঞ্চলের নৈশ কোচ ও সৈয়দপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ডে-কোচসহ আন্তঃজেলার সকল যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন। চলমান রোজা ও আসন্ন ঈদের আগে এই অবরোধে যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছে।সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। সৈয়দপুর পরিবহন মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান লিটন জাগো নিউজকে বলেন, এ ধরনের ঘটনা অনভিপ্রেত। নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন জাগো নিউজকে জানান, বিষয়টি নিষ্পক্তি করার চেষ্টা করা হচ্ছে।জাহেদুল ইসলাম/এমজেড/এমএস

Advertisement