জাতীয়

রাজধানীতে অবৈধ ভিওআহপি সরঞ্জামসহ আটক ২

রাজধানীর তেজগাঁও ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআহপি সরঞ্জামসহ  দুই যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার অভিযান চালিয়ে এ গুলো আটক করা হয়।আটকরা হল- মোহাম্মদ জাহিদ হাসান (৩০) ও মোহাম্মদ ফজলুল হক (২৮)। মঙ্গলবার সকালে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় টেলিযোগাযোগ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।র‌্যাব-৩ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে তেজগাঁও থানার  তেজকুনিপাড়া ২১৩/৩ নম্বর বাড়ির রুমের ভিতরে অভিযান চালিয়ে জাহিদ হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি ল্যাপটপ, দুটি  সিপিইউ, দুটি মনিটর, ১২টি হার্ডডিক্স, ৩৫টি চ্যানেল ব্যাংক, ৮টি গটওয়ে, ১৬টি পোর্ট, ৪টি বড় সাইজ, ৩৬টি ছোট সাইজের রাউটার ২৫টি, মডেম ১২টি, নেট সুইচ ৮টি, জিএসএম এন্টেনা ২৯টি, ইউপিএস একটি, মাল্টিপ্লাগ ৫টি, কীবোর্ড ৪টি, সিডি রম দুইটি, পাওয়ার সাপ্লাই ৯টি, মাউস ১০টি, মেমোরি কার্ড ১৭টি, মোবাইল সেট ১০টি এবং বিভিন্ন মোবাইল কোম্পানির  ১১শ পিস সিমকার্ড উদ্ধার করা হয়েছে।অপরদিকে রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী  এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ মোহাম্মদ ফজলুল হককে আটক করা হয়।র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কামরান কবির উদ্দিন বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী আবাসিক এলাকার জে ব্লকের, ছয় নম্বর রোডের, আশা হোমস, ১৬ নম্বর বাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে ফজলুল হককে আটক করা হয়।এ সময়ে তার কাছ থেকে একটি ভিওআইপি মেশিন, দুটি ল্যাপটপ, দুটি আইপিএস, দুটি বাংলা লায়ন মডেম, চারটি কিউবি মডেম, দুটি লিংক্ মডেম, একটি টিপি লিংক্ মডেম, তিনটি টিপি লিংক সুইচ, একটি এভার মিডিয়া টিভিকার্ড, ১০টি  ইন্টারনেট ক্যাবল ১০টি, তিনটি ল্যাপটপ চার্জার, ১০টি বিভিন্ন এডাপটর চারটি মাল্টিপ্লাগ দুটি ব্যাটারি ও  বিভিন্ন মোবাইল কোম্পানির ১১শ ৬৭টি সিমকার্ড উদ্ধার করা হয়।

Advertisement