ক্যাম্পাস

জাতীয় স্মৃতিসৌধে জবি পরিবারের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবার। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Advertisement

এরপর জবি রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার জাতীয় স্মৃতিসৌধে যায়। সেখানে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, জবি রিপোটার্স ইউনিটি, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর তারা ক্যাম্পাসে আসেন। ক্যাম্পাসে দিনব্যাপী মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

Advertisement

ওএইচই/জেডএ/আরআইপি