খেলাধুলা

এক ওভারে ছয় ছক্কা জাদেজার

চলতি বছরের শুরুতেই যখন ওয়ানডে স্কোয়াড থেকে রবীন্দ্র জাদেজাকে ছিটকে ফেলা হয়, এরপরই রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি মেরে দেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজেও তাকে রাখা হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ তিনটি ট্রিপল সেঞ্চুরি করা জাদেজা এবার আরও একটি কীর্তি গড়ে দেখিয়ে দিলেন, তাকে বাদ দেয়া মোটেও সঠিক হয়নি। এবার জেলা পর্যায়ের এক টি-টোয়েন্টি ম্যাচে এক ওভারের ছয় বলে ৬টি ছক্কা হাঁকালেন তিনি।

Advertisement

ছক্কা বৃষ্টি দিয়ে বিধ্বংসী একটি সেঞ্চুরিও উপহার দিয়েছেন জাদেজা। ৬৯ বলে খেলেছেন ১৫৪ রানের বিধ্বংসী এক ইনিংস। জামনগরের হয়ে খেলেন এ ইনিংসটি। যার ফলে প্রতিপক্ষ আমরেলিকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জাদেজার জামনগর।

রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার আন্তঃজেলা টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এই কাণ্ড ঘটনান জাদেজা। জামনগরের হয়ে এদিন ইনিংস ওপেন করতে নেমেছিলেন জাদেজা। সঙ্গী ছিলেন দিব্যরাজ চৌহান, যিনি রঞ্জি ট্রফিতেও খেলেছেন সৌরাষ্ট্রের হয়ে।

ইনিংসের ১৫ নম্বর ওভারে অফ স্পিনার নিলাম ভামজার ওপর চড়াও হন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ওই ওভারেই টানা ৬ বলে ৬টি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ১৯তম ওভারে রান আউট হয়ে যান জাড্ডু। তার দলের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান। ১৫টি বাউন্ডারি এবং ১০টি ছক্কাসহ ১৫৪ রান একাই করেন জাদেজা। এর মধ্যে বাউন্ডারি থেকেই এসেছে ১২০ রান। বিশ্বরাজ ২৩ বলে করেন ৩৯ রান।

Advertisement

আইএইচএস/আরআইপি