আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী সাড়ে ছয় মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, শুক্রবার মধ্যরাতের ওই কম্পনে হাজার হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে,তাসিকমালয়ার ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ৯২ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, ভূকম্পনের কারণে জাভার দক্ষিণাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হলেও; এখন পর্যন্ত সুনামি আঘাত হানেনি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নাগরোহো শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভূমিকম্পে তিনজন নিহত, সাতজন আহত হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠানসহ জাভার পশ্চিমের ও কেন্দ্রের হাজার হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

তিনি বলেন, কয়েক ডজন রোগীকে বানিয়ুমাস হাসপাতাল থেকে বেরিয়ে যেতে সহায়তা করা হয়েছে। অনেকেই পাশের তাঁবুতে আশ্রয় নিয়েছেন।

সূত্র : রয়টার্স।

এসআইএস/আরআইপি

Advertisement