বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নে জেলেদের বিশেষ বরাদ্দের চাল কম দেয়ায় বিক্ষোভ করেছে জেলেরা। এ সময় ক্ষুব্ধ জেলেরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢিল নিক্ষেপ করে। বৃহস্পতিবার দুপুরে ভাষানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ হোসেন জানান, জেলেদের বিশেষ বরাদ্দের চাল প্রথম কিস্তিতে জনপ্রতি ৮০ কেজি করে দেয়ার নিয়ম থাকলেও চেয়ারম্যান ৫০ কেজি করে চাল দিয়েছেন। এ কারণে জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। দ্বিতীয় কিস্তির চাল নেওয়ার জন্য জেলেরা কয়েকদিন চেয়ারম্যানের কাছে ঘোরাঘুরি করতে থাকেন। দুই দিন টালবাহানার পর চেয়ারম্যান বৃহস্পতিবার জেলেদের চাল নিতে ইউপি কার্যালয়ে যেতে বলেন।সকাল থেকে প্রায় ৮ শতাধিক জেলে ইউপি কার্যালয়ে অবস্থান নেয়। চেয়ারম্যান তাদের জনপ্রতি ৫০ কেজি করে চাল নিতে বলেন। এতে জেলেরা ক্ষুব্ধ হয়ে চাল নিতে অস্বীকার করেন এবং এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের বাইরে এসে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ইউনিয়ন পরিষদ ভবনে ঢিল ছুড়ে ক্ষুব্ধ জেলেরা প্রতিবাদ জানায়।এ ব্যাপরে ভাষানচর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চুন্নু জানান, ইউনিয়নে ১১০১ জন তালিকাভুক্ত জেলে রয়েছে। চাল বরাদ্দ হয়েছে ৯১২ জনের। যেসব জেলের নামে চাল বরাদ্দ হয়নি, তারাও চাল দাবি করে ইউনিয়ন পরিষদে এসে হট্টগোল করেছে। এ কারণে তিনি চাল বিতরণ স্থগিত রেখেছেন। এ সময় তিনি চাল কম দেয়ার কথা অস্বীকার করেন।সাইফ আমীন/এআরএ/আরআই
Advertisement