অর্থনীতি

শুক্রবার মূসক দিবস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুক্রবার  সারাদেশে মূসক দিবস এবং ১০ থেকে ১৬ জুলাই মূসক সপ্তাহ পালন করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।এনবিআর পঞ্চমবারের মত মূসক দিবস ও সপ্তাহ পালন করতে যাচ্ছে। এবারের স্লোগান হচ্ছে ‘যথাসময়ে ভ্যাট পরিশোধ করুন জাতীয উন্নয়নে অবদান রাখুন’।দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় জাতীয় রাজস্ব বোর্ড ভবনের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেষ করা হবে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান র্যালিটি উদ্বোধন করবেন।মূসক সম্পর্কে জনগণ ও ব্যবসায়িদের মধ্যে অধিকতর সচেতনতা সৃষ্টি করতে অন্যবারের মতো এবারো মূসক দিবস ও সপ্তাহে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।রোববার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠেয় আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, এনবিআর-এর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান এবং এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ আলোচনা সভায় বক্তৃতা করবেন।মূসক আদায়ের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেবেন। অনুষ্ঠানে মূসক এবং সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে।জাতীয় কোষাগারে রাজস্ব প্রদানে অসামান্য অবদান রাখার জন্য অনুষ্ঠানে সর্বোচ্চ মূসক প্রদানকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হবে।এআরএস/আরআই

Advertisement