ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার কে? ব্যাপারটি নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। ফুটবলাপ্রেমীদের নিরন্তর বিতর্কের উৎস এই প্রসঙ্গটি। কেউ বলবে পেলে, আবার কেউ বলবে ম্যারাডোনা। চলতি সময়ে উচ্চারিত হচ্ছে মেসি ও রোনালদোর নামও।
Advertisement
কিছুদিন আগে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতার পর রোনালদো ঘোষণা দিয়েছেন তিনিই ‘ইতিহাসের সেরা খেলোয়াড়’। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বভাবসুলভ জবাব দেন আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস'কে দেয়া সাক্ষাৎকারে ব্যালন ডি'অর, মেসি-রোনালদোসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন ম্যারাডোনা। জাগো নিউজের পাঠকদের জন্য তার কিছু অংশ তুলে ধরা হলঃ
এএস : রোনালদো বলেছে, সেই ইতিহাসের সেরা ফুটবলার...ম্যারাডোনা : এমন প্রলাপ বকতে তাকে নিষেধ করেন (হাসি)।
এএস : আপনার মতে সেরা কে?ম্যারাডোনা : আমার কাছে... আমার দেখা অল্প কয়েকজনের মধ্যে আছে আলফ্রেডো ডি স্টেফানো, ক্রুইফ..... এবং লিওনেল মেসি। এখানে রোনালদোর নামও আসতে পারে।
Advertisement
এএস : ম্যারাডোনা হবার জন্য মেসির মধ্যে কিসের ঘাটতি আছে?ম্যারাডোনা : কেউ এটা কিনতে পারবে না। এটা ভেতর থেকে আসতে হবে। ২০ জন খেলোয়াড় বসে আছে, সেখানে মেসি কথা বলতে পারে না। যেখানে আমি তাদের উৎসাহিত করতে পারতাম।
এএস : খেলাটা কি আগে কঠিন ছিলো?ম্যারাডোনা : আমার মতে, আগে ফুটবল তুলনামূলক কঠিন ছিলো।
এএস : রোনালদোর ব্যাপারে আপনার চিন্তা কেমন?ম্যারাডোনা : অবিশ্বাস্য!
এএস : তার কোন বিষয়টি আপনি পছন্দ করেন?ম্যারাডোনা : বলতে গেলে, রোনালদো একটি বিষয় আমি দেখেছি, যখন দলের তাকে প্রয়োজন তখনই সে উপস্থিত থাকে। এবং শুনুন, ক্রুইফের পর এমন বৈশিষ্ট্যের খেলোয়াড় আর আসেনি।
Advertisement
এএস : পুরস্কার হিসেবে ব্যালন ডি’অরটাকে কিভাবে দেখেন?ম্যারাডোনা : আহ...পুরস্কার হিসেবে... একটা ব্যালন ডি'অর একজন খেলোয়াড়কে দেয়াটা খুবই কঠিন। কারণ, শুধু রোনালদো এবং মেসিকে এটি দিতে হয়.... এটা এখন বিরক্তিকর।
এএস : অভিজাত ফুটবলারদের মধ্যে এটা পাবার যোগ্যতা কি আর কারো নেই?ম্যারাডোনা : আপনি হয়তো এই লড়াইয়ে কাভানি, এমবাপে, ইব্রাহিমোভিচকে রাখবেন। আমি জানি না।
এএস : আপনার সময়ে ইউরোপের বাইরের কোন খেলোয়াড় এই পুরস্কার পেতো না...ম্যারাডোনা : না, না...তাহলে আমি রোনালদো এবং মেসির চেয়ে বেশি (ব্যালন ডি'অর) জিততাম।
এএস : এই মুহূর্তে আপনি কি মাদ্রিদকে সেরা টিম হিসেবে দেখছেন?ম্যারাডোনা : আমি এমনটা মনে করি না। আমি মনে করি না, মাদ্রিদ তাদের সেরা সময়ে আছে এবং বার্সাও না। শুনুন, বার্সা ধুকে ধুকে জিতছে।
এএস : আপনি কি পিএসজিকে পছন্দ করছেন?ম্যারাডোনা : না, তাদের খেলাতেও আমি সন্তুষ্ট না। তারা নেইমারের ওপর নির্ভরশীল এবং কাভানির গোলের ওপর।... এবং এমবাপে, আমার কাছে সেই ফুটবলের সবচেয়ে বড় বিপ্লব।
এএস: আপনি কি এমবাপেকে ফুটবলের ভবিষ্যৎ হিসেবে দেখছেন?ম্যারাডোনা: আমি মনে করি, সে অনেক খেলোয়াড়কেই ছাড়িয়ে যাবে।
এএস : রিয়াল মাদ্রিদ তাকে সই করাতে পারতো...ম্যারাডোনা: এবং কেন তারা তাকে সই করালো না। ফিফায় ফ্লোরেন্তিনোর (ফ্লোরেন্তিনো পেরেজ) সঙ্গে দেখা হলে আমি তাকে বিলেছিলাম এমবাপেকে সই করানোর কথা।
এএস: জবাবে সে কি বলেছিলো?ম্যারাডোনা : সে আমাকে বলেছিলো, তুমি জানো আমাদের রোনালদো আছে এবং এটা...
এমআর/এমএস