মিশরের সিনাই উপত্যকার উত্তরাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা একটি বাসে করে গন্তব্যে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।মিশরের সামরিক বাহিনী উত্তর সিনাইয়ে ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। ২০১৩ সালে তৎকালীন সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি প্রেসিডেন্ট মোহ্মামদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর উত্তর সিনাইয়ে বিদ্রোহী তৎপরতা বৃদ্ধি পায়।হাসপাতাল ও নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার উত্তর সিনাইয়ের প্রাদেশিক রাজধানী আল-আরিলে সংঘটিত হামলার টার্গেট ছিল ছুটিতে থাকা কিছু পুলিশ সদস্যবাহী একটি বাস। নিরাপত্তা কর্মকর্তারা জানান, রিমোট কন্ট্রোলের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়।উত্তর সিনাই স্বঘোষিত ‘সিনাই প্রভিন্স’-এর শক্তিশালী ঘাঁটি। এই জিহাদি গ্রুপটি আগে ‘আনসার বাইত আল-মাকাদিস নামে পরিচিত ছিল। গত নভেম্বরে ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রতি আনুগত্য প্রকাশের পর তারা তাদের নাম পরিবর্তন করে।গত ১ জুলাই এ গ্রুপটি সিনাইয়ের শেখ জুয়াইদ শহরে নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালায়। সেনা বাহিনী জানায়, এসব হামলায় ২১ জন সৈন্য নিহত হয়। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে নিহতের সংখ্যা আরো বেশি বলে জানানো হয়।একে/আরআই
Advertisement