ক্যাম্পাস

ছাত্রদলের পুষ্পস্তবক ছিঁড়লো ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবসে ফুল দিতে এসে ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের পক্ষ থেকে আনা বিজয় দিবসের পুষ্পস্তবকও ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমতিয়াজ ইকরাম ও প্রচার সম্পাদক মঈনউদ্দিন আহত হয়েছেন।

Advertisement

শনিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তবকের সামনে এ ঘটনা ঘটে। মারধরকারীরা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চৌধুরী ও সদ্য বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের মতো বিজয় দিবসে ফুল দিতে আসে ছাত্রদল নেতা-কর্মীরা। এসময় ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের পুষ্পস্তবক কেড়ে নিয়ে তাদের মারধর ও এক কর্মীকে ধাওয়া করে। এ ঘটনার সময় রাস্তায় ছাত্রদলের ছেঁড়া পুষ্পস্তবক পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেয়।

এদিকে চবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম জাগো নিউজকে বলেন, আমরা কোনো মিছিল সমাবেশ নয়, বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। কিন্তু প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা (ছাত্রলীগ) কেমন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে বিজয় দিবসের ফুল পর্যন্ত ছিঁড়ে ফেলে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টোর নিয়াজ মোর্শেদ রিপন জাগো নিউজকে বলেন, হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।

আবদুল্লাহ রাকীব/এফএ/এমএস