নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে সোমবার ভারতের উত্তর চব্বিশ পরগনার সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তোলা হবে।মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বিকাশ রঞ্জন দে জানান, নূর হোসেনের পক্ষে জামিন নেয়ার জন্য এখনো কেউ আদালতে যাননি। আগামীকাল তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারে পুলিশ।পিপি বলেন, আদালত নূর হোসেনের অনুপ্রবেশের বিচার করবেন। তাকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার বিষয়টি এখন দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের। তবে বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য আবেদন করেছে। আবেদনটি ২৩ জুন আদালতের নথিভুক্ত হয়।উল্লেখ্য, ১৪ জুন রাতে নূর হোসেনকে কলকাতা বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সঙ্গীসহ গ্রেফতার করা হয়।
Advertisement