আন্তর্জাতিক

বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি

গতকাল বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী বুথ ফেরত সমীক্ষা বলছে গুজরাটে এবারও বিজয়ী হচ্ছে বিজেপি। খবর এনডিটিভি।

Advertisement

বুথ ভেরত জরিপের ফলাফল অনুযায়ী, হিমাচল প্রদেশ এবং গুজরাটের বিধানসভা নির্বাচনে বিজেপিই এগিয়ে রয়েছে। দশটি জরিপের ফলাফল তাই বলছে। জরিপে বলা হয়েছে গুজরাটের ১৮২টি আসনের মধ্যে ১১৬টিতেই জয়ী হবে বিজেপি।

জরিপ অনুয়ায়ী এবারের নির্বাচনে গুজরাটে মাত্র ৬৫টি আসনে জয় পাবে কংগ্রেস। ২০১২ সালের চেয়ে এ বছর মাত্র চারটি আসন বেশি পাবে তারা।

হিমাচল প্রদেশের শাসন ছিল কংগ্রেসের হাতে। কিন্তু এবারের নির্বাচনে ওই প্রদেশের ৬৮টি আসনের মধ্যে ৪৭টিতেই জয়ী হবে বিজেপি। বুথ ফেরত জরিপ বলছে হিমাচলে মাত্র ২২ আসন পেতে পারে কংগ্রেস।

Advertisement

তবে এসব জরিপকে গুরুত্ব দিচ্ছেন না কংগ্রেস নেতারা। তাদের মতে, গুজরাটের মানুষ বিজেপির শাসনে নাজেহাল হয়ে গেছে। তাই সমীক্ষার সময়েও ভয়ে সত্যিটা বলছে না। তাদের দাবি গুজরাটে কংগ্রেস ১১০টির মতো আসন পাবে।

বুথ-ফেরত সমীক্ষার ফলাফলই নিশ্চিত ফলাফল এমনটাও অবশ্যই বলা যায় না। অনেক সময় এ হিসাবেও কিছুটা গড়মিল দেখা যায়। সে কারণ ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফলেও জন্যই অপেক্ষা করতে হবে।

টিটিএন/আইআই

Advertisement