খেলাধুলা

নেইমারকে ছাড়াই শেষ আটে পিএসজি

দলের মূল তারকা নেইমার ছিলেন না। তবে দুর্দান্ত ছন্দে থাকা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোপা দেল রে'র শেষ আটে ঠিকই নাম লিখিয়েছে। সেটাও আবার সেই দলটিকে হারিয়ে, যেই স্ট্রাসবুর্গের কাছে হেরে ধাক্কা খেয়েছিল উনাই এমেরির দল। বুধবার তারা প্রতিপক্ষের মাঠে জিতেছে ৪-২ গোলে।

Advertisement

ম্যাচের প্রথম দিকেই এগিয়ে যায় পিএসজি। ১২তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার স্ট্রাসবুর্গের এক ডিফেন্ডারের গায়ে লাগলেও জালে জড়িয়ে যায়। ২৫তম মিনিটে আরও গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৩৬তম মিনিটে এসে এক গোল শোধ করে দেয় স্ট্রাসবুর্গের ফরাসি মিডফিল্ডার জেরেমি গ্রিম। তবে এরপর আর খুব একটা বল পায়নি তারা। দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় দাপট দেখিয়েই খেলে পিএসজি।

৬২তম মিনিটে ডান দিক থেকে তমাস মুনিয়ের কাছ থেকে বল পেয়ে ব্যবধানটা ৩-১ করে ফেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। ৭৮ মিনিটে আরও এক গোল পিএসজির। সেই মুনিয়ের পাস থেকে বল নিয়েই এবার গোল করেন জুলিয়েন ড্র্যাক্সলার। ৮৮তম মিনিটে স্বাগতিকদের পরাজয়ের ব্যবধান কমান জেরেমি ব্ল্যায়াক।

Advertisement

এমএমআর/আরআইপি