গত ম্যাচেই ১৪তম জয় নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সর্বোচ্চ জয়ের যৌথ রেকর্ড গড়েছিল ম্যানচেস্টার সিটি। বুধবার সোয়ানসি সিটিকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে টানা ১৫ জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে ১২৯ বছরের ইতিহাসে ম্যানসিটিই প্রথম দল হিসেবে টানা এতগুলো ম্যাচ জিতেছে।
Advertisement
২০০১-০২ ও ২০০২-০৩ মৌসুম মিলে টানা ১৪ জয়ের আগের রেকর্ডটি গড়েছিল আর্সেনাল। গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আর্সেনালের রেকর্ড স্পর্শ করার পাশাপাশি এক মৌসুমে টানা ১৪ জয়ের নতুন রেকর্ড গড়ে সিটি। এবার সব কিছুকে ছাড়িয়ে গেল গার্দিওলার শিষ্যরা।
সোয়ানসির মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলতে থাকে ম্যানসিটি। ম্যাচের ২৭তম মিনিটে বের্নার্দো সিলভার বাড়ানো ক্রস থেকে গোল করেন ডেভিড সিলভা। ৩৪তম মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইন।
৫২তম মিনিটে রহিম স্টার্লিংয়ের পাস থেকে সিলভা আরেকটি গোল করে দিলে ব্যবধানটা ৩-০ করে ফেলে ম্যানসিটি। ম্যাচের ৮৫তম মিনিটে সোয়ানসির কফিনে শেষ পেরেকটি ঠুকেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। ইয়াইয়া তোরের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান তিনি। সবমিলিয়ে ১৭ ম্যাচে ১৬ জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ম্যানসিটি। গত ২১ আগস্ট এভারটনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর আর পয়েন্ট খুয়ায়নি গার্দিওলার দল। এএফসি বোর্নমাউথকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে তারা। ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।
Advertisement
এমএমআর/এমএস