গণমাধ্যম

নজরদারিতে আসছে সংসদ সাংবাদিকদের মুঠোফোন

জাতীয় সংসদ সচিবালয় বিটে দায়িত্বরত সাংবাদিকদের মুঠোফোন নজরদারিতে আসছে। সাধারণত সংসদ ভবনে দর্শনার্থীরা মুঠোফোন নিয়ে ঢুকতে পারেন না। কিন্তু সাংবাদিকরা দুটি মুঠোফোন নিয়ে ঢুকার সুযোগ পান।

Advertisement

জাতীয় সংসদ ভবন একটি কি পয়েন্ট ইনস্টলেশন এলাকা হওয়ায় সাংবাদিকরা কোন দুইটি মুঠোফোন ব্যবহার করছেন এর নম্বর আগে থেকেই জানাতে হবে। এর বাইরে আর কোন মুঠোফোন নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন না তারা। এছাড়া সংসদ বিটে দায়িত্বরত সাংবাদিকদের মেশিন রিডেবল পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। এক বছর মেয়াদী অস্থায়ীভাবে এই কার্ড দেয়া হবে।

বুধবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠিতে একথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মিডিয়াভুক্ত একটি প্রতিষ্ঠান থেকে দুইজনকে এই কার্ড দেয়া হবে। এজন্য ২১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখার সুপারিশ, পাসপোর্ট সাইজের সত্যায়িত ১ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অ্যাক্রেডিটেশন কার্ডের সত্যায়িত ফটোকপি। ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস (অরারেশন্স) অফিসে এ সংক্রান্ত এই আবেদন পাঠাতে হবে।

Advertisement

এছাড়া সাংবাদিকরা কোন কোন মুঠোফোন নিয়ে সংসদে যাবেন সেই দুইটি মুঠোফোন নম্বর ফরমে উল্লেখ করতে হবে।

এইচএস/জেএইচ/এমএস